জে পি নাড্ডার কর্মসূচি ঘিরে ভবানীপুরে বিশৃঙ্খলা


বুধবার,০৯/১২/২০২০
754

শম্পা সরদার , কলকাতা: বাংলার প্রতিটি ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রয়াসে রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্প সহ একাধিক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে। সেই সময় “দুয়ারে সরকার” এর পাল্টা “দুয়ারে দুয়ারে আর নয় অন্যায়” কর্মসূচির মধ্য দিয়ে বিশৃঙ্খলার নজির গড়েছে বিজেপি। বুধবার ভবানীপুরের গিরিশ মুখার্জী রোডে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলার ছবি দেখা গেল। এলাকায় বহিরাগতদের জমায়েত করা হয়েছে বলে খোদ অভিযোগ তুললেন এলাকার বাসিন্দারা। হাতে গোনা এলাকার বাসিন্দা, কয়েকশো বহিরাগতের জমায়েত। গমগমে আওয়াজ, ভবানীপুরের গিরিশ মুখার্জী রোডে বিজেপির কর্মসূচি ঘিরে তাই এলাকাবাসীর মধ্যেই চরম ক্ষোভ ছড়িয়েছে।

https://youtu.be/sPXfEGTZxkw

ভবানীপুরের মতো শান্ত এলাকায় বিজেপি অশান্তি সৃষ্টি করতে চাইছে বলে এদিন অভিযোগ করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য সন্দীপ বক্সির অভিযোগ, বিজেপি বহিরাগতদের ভিন এলাকায় নিয়ে গিয়ে রাজনীতি উত্তপ্ত করতে চাইছে। জে পি নাড্ডার এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, ‘জে পি নাড্ডা হবে বিজেপির গাড্ডা।’

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট