বিকাশ সাহাঃ মঙ্গলবার থেকে নিখোঁজ থাকার পর এদিন বুধবার সকালে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। পেশায় রিক্সাভ্যান চালক মৃত ব্যক্তির নাম সুবোধ বর্মণ (৪৫), পিতা ভগিনাথ বর্মণ, বাড়ি কালিয়াগঞ্জের ৭ নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের কুকরামনি এলাকায়।
মৃতের দাদা ঘুগু বর্মণ বলেন, বেশ কিছুদিন ধরে আর্থিক অনটনের কারণে মানসিক অবসাদে ভুগছিল সুবোধ। সেই সঙ্গে শারীরিক সমস্যাও ছিল তাঁর। শরীর দুর্বল ও মাঝেমধ্যে মাথাঘোরার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ১০ টা নাগাত ডাক্তার দেখাতে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সে। অনেক রাত পর্যন্ত সুবোধ বাড়ি ফিরে না আসায় খোঁজখবর করেও তাঁর কোনও হদিস পাওয়া যায়নি । বুধবার সকালে বাড়ি থেকে প্রায় কিলোমিটার তিনেক দূরে শেরগ্রাম এলাকার ইটভাটার পাশের জঙ্গলে স্থানীয় মানুষজন একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। বাড়ির লোকেরা এসে মৃতদেহ শনাক্ত করার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হওয়ায় এটি আত্মহত্যা না খুন তা এখনও স্পষ্ট হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে শহর লাগোয়া শেরগ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে রিক্সাভ্যান চালকের মৃত দেহ উদ্ধার
বুধবার,০৩/০৬/২০১৫
575