হাওড়া: সংযুক্ত কিষাণ মোর্চার ডাকে কেন্দ্রীয় সরকারের কৃষি আইন ও বিদ্যুৎ বিল খারিজের দাবিতে আজ মঙ্গলবার ভারত বনধ ডাকা হয়েছে। শহরে যাতে না কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে, তারজন্য সকাল থেকেই হাওড়ার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জোর করে দোকানপাট বন্ধ করা থেকে শুরু করে বনধ সমর্থকেরা যাতে যানবাহন আটকাতে না পারেন তা বিশেষ নজর রাখা হয়েছে।
সকাল থেকেই হাওড়ার বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ বাহিনী মোতায়েন pic.twitter.com/HhzXszqrEU
— Bangla Express News (@BanglaExpressIn) December 8, 2020