“কিছুদিনের মধ্যেই রাজ্যের অধিকাংশ মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে যাবে” – ফিরহাদ হাকিম


সোমবার,০৭/১২/২০২০
895

কলকাতা: কলকাতা পুরসভার কর্মীদেরও দুয়ারে সরকার কর্মসূচিতে কাজে লাগানো হবে। জানালেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন, স্বাস্থ্য সাথী কার্ড করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ধন্যবাদ জানাচ্ছেন। তিনি বলেন “এই স্বাস্থ্য সাথী কার্ড শুধু কার্ড নয়, আমার চিন্তার অবসান।” আর কিছুদিনের মধ্যেই রাজ্যের অধিকাংশ মানুষের হাতে স্বাস্থ্য সাথী কার্ড পৌঁছে যাবে বলে জানান ফিরহাদ হাকিম। স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও কোন হাসপাতাল যদি রোগীর চিকিৎসা না করে সেক্ষেত্রে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে এদিন হুঁশিয়ারি দেন রাজ্যের এই মন্ত্রী। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। রাজ্যের সমস্ত মানুষের জন্য স্বাস্থ্য সাথী কার্ড এমন অভিনব কাজ ভারতেরর আর কোন রাজ্যে নেই। দাবি রাজ্যের এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর।

যেই বিক্ষুব্ধ হবে সেই বিজেপি লাফাতে থাকবে। ছাগলের তিন নম্বর বাচ্চার মতো। বক্তা ফিরহাদ হাকিম। বিভিন্ন তৃণমূল নেতার নামে পোস্টার পড়া প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, বিজ্ঞাপন এজেন্সিকে বলা আছে। আই টি সেল নির্দেশ দিলেই, যেই একটু বিরুদ্ধে কথা বলবে সঙ্গে সঙ্গে পোস্টার সেঁটে যাবে। তিনি আরও বলেন, এখনই আমি যদি একটু বিরুদ্ধে কথা বলি, সঙ্গে সঙ্গে পোস্টার পড়ে যাবে আমার জয়গান গেয়ে। তিনি বলেন, চার বছর সাড়ে চার বছর কোনো অভিযোগ ছিল না। ঠিক নির্বাচনের আগে অভিযোগ। এটা অন্যায় এটা পাপ, এটা অন্যায় ।

বিজ্ঞাপন

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট