পশ্চিম মেদিনীপুরে মুখ্যমন্ত্রী, মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠের জনসভা সফল করতে সব রকম প্রস্তুতি


রবিবার,০৬/১২/২০২০
687

পশ্চিম মেদিনীপুর:- মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবারের মেদিনীপুর কলেজিয়েট স্কুল মাঠের জনসভা সফল করতে সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে  l সভাস্থল এবং সার্কিট হাউস সেনিটাইজ করার পাশাপাশি প্রশাসনিক স্তরে সবরকম তৎপরতা নেওয়া হয়েছে l সবকিছু ঠিকঠাক থাকলে আজ রবিবার বিকেলেই মুখ্যমন্ত্রী তার মেদিনীপুর শহরে আসার কথা ছিল সেইমতো আজ বিকেল 5 টা 50 মিনিটে তিনি মেদিনীপুর পৌঁছান l আগে খবর ছিল, সোমবার হেলিকপ্টারে মেদিনীপুর পৌঁছাবেন মুখ্যমন্ত্রী l কিন্তু দলীয় সূত্রে জানা গেছে, আজি তিনি মেদিনীপুর সার্কিট হাউসে থাকবেন এবং সোমবার জনসভায় বক্তব্য রাখবেন l জেলা তৃণমূল সূত্রে আরও জানানো হয়েছে, জনসভার পর তিনি সোমবার সার্কিট হাউসে থাকতে পারেন এবং মঙ্গলবার কলকাতায় ফিরবেন l মুখ্যমন্ত্রীর আসার আগে তাই পুরো সার্কিট হাউস জীবাণুমুক্ত করা হয়েছে l

সভার পর সার্কিট হাউস থেকে দলের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন  বলে সূত্রের খবর l মুখ্যমন্ত্রীর জনসভা সফল করতে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার নেতাকর্মীরা রবিবারও  শেষ মুহূর্তের জোর প্রচার চালাচ্ছেন l সোমবার মুখ্যমন্ত্রীর জনসভায় প্রায় এক হাজার বাস ও অন্যান্য গাড়িতে করে লোক আসবে বলে দলের জেলা নেতৃত্ব জানিয়েছেন l দলের পশ্চিম মেদিনীপুরের সভাপতি অজিত মাইতি জানান, সোমবারের মুখ্যমন্ত্রীর জনসভা ঐতিহাসিক জনসভায় পরিণত হবে l এজন্য সব রকম প্রস্তুতি সেরে ফেলা হয়েছে l

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট