হাওড়া : গঙ্গায় স্নান করতে এসে জলে তলিয়ে গেলেন এক মহিলা। আজ শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বালির ডিংসাইপাড়ার বাসিন্দা ওই মহিলার নাম সুনেত্রা গাঙ্গুলি ( ৪৪ )। বালি ব্রিজের সামনে পঞ্চাননতলা গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে এসে তিনি জলে তলিয়ে যান। গঙ্গায় তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত দেহ উদ্ধার হয়নি। ঘটনাস্থলে আসে বালি থানার পুলিশ। রিভার ট্রাফিক পুলিশের ডুবুরি আনা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল এসেছে ঘটনাস্থলে ।
বালি থানা এলাকায় গঙ্গায় ডুবে নিখোঁজ মহিলা
শনিবার,০৫/১২/২০২০
621