শুভ্রজিৎ দাস : আজ ই উদ্বোধন ছিল কফি হাউস এর। আমিটি ইউনিভার্সিটি এর একদম উল্টোদিকে কলকাতার পুরনো ভালোবাসার নতুন রূপ।দাম একদম মধ্যবিত্তের সাধ্যের মধ্যে,সময় কাটানোর নতুন ঠিকানা।”কফি হাউস” নাম তার মধ্যেই লুকিয়ে আছে আলাদা এক রোমাঞ্চ,সেটা যখন নতুন রূপে এভাবে এলো তখন ভালো তো লাগলো ঠিকই কিন্তু পুরনো কফি হাউস এর প্রতি ভালো বাসা টাই দ্বিগুণ হলো।যদিও নতুন মোড়কে পুরনো ভালোবাসা কিন্তু কোনো অংশে কম নয়।
নিউটাউন কফি হাউসে কিছুক্ষন
বৃহস্পতিবার,০৩/১২/২০২০
1170