কবিতা || বনসাই


বৃহস্পতিবার,০৩/১২/২০২০
5184

|| বনসাই ||

বঙ্কিম মাইতি

ব্রহ্মাণ্ড অনেক বড়

অণু ছোট হয়,

বাঘুই সমুদ্র নয়

শীর্ণ নদী কয়।

সূর্যের সুতীব্র আলো

রাজপথে ভাসে,

প্রদীপের আলো গৃহে

স্নিগ্ধতায় হাসে।

বড় বড় রাষ্ট্রনেতা

বড় দম্ভ করে,

সোনালী ধানের শীষ

কৃষকের ঘরে।

বনস্পতি ব্যঙ্গ করে

কে তুমি গোঁসাই!

বিশাল আকাশ দেখি

আমি বনসাই।

বড় নয়, ছোট নয়

সবে পাশাপাশি

ব্রহ্মাণ্ডের প্রতিকোণে

জোট বেঁধে আছি।

বঙ্কিমবিহারী মাইতি

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট