মাস্টারমশাই দের জনসংযোগ কর্মসূচি তে বাড়ি বাড়ি যাওয়া শুরু পশ্চিম মেদিনীপুরে


রবিবার,২৯/১১/২০২০
871

পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলায় মাস্টারমশাইদের জনসংযোগ কর্মসূচি শুরু হলো শালবনী ও কেশপুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে। পশ্চিমবঙ্গ তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির “চলুন মাস্টারমশাই, ঘুরি ঘুরি বাড়ি বাড়ি কর্মসূচীর মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনকল্যাণ মূলক প্রকল্পগুলো নিয়ে সাধারন মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য বলে শিক্ষক সমিতির তরফে তন্ময় সিংহ জানান। শিক্ষা মন্ত্রী পার্থ চ্যাটার্জী ও সংগঠনের রাজ্য সভাপতি অশোক রুদ্রের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে বলে সংগঠনের তরফে জানানো হয়। আজকের এই সূচনালগ্নে সদর দক্ষিণের সমরেশ ঘোষ, আনন্দপুরের জয়দেব ঘোষ ও সদর উত্তরের তরফে লক্ষী সামন্ত, অমর চৌধুরী ও শুভম চাউলিয়া অংশগ্রহণ করেন। আজকের কর্মসূচী শালবনীর ৩ নং অঞ্চলের তিলাখুলা ও কেশপুরের ১ নং অঞ্চলের উরামীতে সংগঠিত হয়।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট