বিজেপিকে কড়া ভাষায় আক্রমন ফিরহাদের


শনিবার,২৮/১১/২০২০
767

কলকাতা : বিজেপি ছোটলোকের দল, বর্বরের দল, মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। বিজেপিকে ভিখারির দল বলেও কটাক্ষ করেন তিনি। কে দলে থাকল কে চলে গেল তা নিয়ে তৃণমূলের যায় আসে না এই মন্তব্য এদিন করেছেন তৃণমূলের এই গুরুত্বপূর্ণ নেতা। ফিরহাদ হাকিম বলেন তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, বেকার লোক কী বলছে তাতে তৃণমূলের যায় আসে না। মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কোন অধিকার নেই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্যের সমালোচনা করে তৃণমূলের এই নেতা বলেন, হাথরাস কাণ্ডের পরও উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রীর চেয়ারে যোগী। পশ্চিমবঙ্গে এমন কোন ঘটনা ঘটেনি যে মুখ্যমন্ত্রীকে চেয়ার ছাড়তে হবে। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রাজ্যে বিজেপি অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেছেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট