বিজেপিকে আক্রমন করে নুসরত, বাংলায় ঢপবাজি চলবে না


সোমবার,২৩/১১/২০২০
784

শম্পা সরদার, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়েরর মুখ্যমন্ত্রীত্বকালে বাংলায় অসংখ্য কর্মসংস্থান হয়েছে। তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে এই দাবি করলেন দলের যুব সমাজের মুখ তথা সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, আমি রাজনীতির কথা বলবো না, বলবো যুবশ্রী প্রকল্পের কথা, কণ্যাশ্রী প্রকল্পের কথা, শিক্ষাশ্রী প্রকল্পের কথা। বলবো যুব সমাজের সার্বিক উন্নয়নের কথা। এদিনের সাংবাদিক সম্মেলনে বাংলার শিক্ষার উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে নুসরত বলেন, রাজ্যে বিশ্ববিদ্যালয় সংখ্যা বেড়েছে, শিক্ষার সুযোগ বেড়েছে। অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হয়েছে।

বিজ্ঞাপন

তপশিলী ছাত্রছাত্রীদের বাইরে পড়তে যাওয়ার সুযোগ বেড়েছে। বিজেপিকে কড়া সমালোচনা করেন এই অভিনেত্রী সাংসদ। বিরোধী বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, বলেন, বাংলা ভাষা শিখুন, বাংলার সংস্কৃতি জানুন। ওরা চিরকাল বাংলাকে টার্গেট করে, কোন দিন ভাল বলে না। কি বলল তাতে যায় আসে না। নুসরত আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষ একজনকেই চেনেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলা ভাল ছিল, ভাল আছে, ভাল থাকবে। বিজেপিকে আক্রমন করে নুসরত বলেন, ঢপবাজি বাংলায় চলবে না, বাংলার মানুষ অশিক্ষিত নয়।

 

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট