কলকাতা : আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। কলকাতায় এসে এই দাবি করে গিয়েছিলেন দলের সর্বভারতীয় নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, 2021 এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল হবেই। 200 আসন নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি। এদিন বহিরাগত ইস্যুতে সোচ্চার হোন বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বিজেপির ভিন রাজ্যের নেতাদের বহিরাগত বলে আক্রমণ করা চলছে। এদিন দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর শাহরুখ খান কেন? কেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে করা হয়নি?
টার্গেট 200 !
সোমবার,২৩/১১/২০২০
692