কলকাতা : আজ বিবেকানন্দ পার্ক (শিব মন্দির) ভিআইপি নগর এলাকায় চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেইসঙ্গে ছটপুজো উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগদান করেন তিনি। ছটপুজো এবং জগদ্ধাত্রী পুজার শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। চট্টোপাধ্যায় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টপাধ্যায় পুরোনো রাজনীতিবিদ। 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াই সামনে। তখন অবশ্যই তাকে লড়াইয়ের ময়দানে পাওয়া যাবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে যাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শোভন চট্টোপাধ্যায়কে কিভাবে দলের কাজে নামানো যায় তা নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা হবে। সেখানে নেতৃত্বও যাবেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি বিজেপির রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন অনেকের সঙ্গেই দলে যোগদানের বিষয়ে আলোচনা চলছে।
শোভন ইস্যুতে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
শনিবার,২১/১১/২০২০
1038