খবরইন্ডিয়াঅনলাইনঃ ভাইয়াজির ভূমিকায় অভিনয় করেন টেলিভিশনের পরিচিত ও প্রবীন মুখ সাই বালাল। কিন্তু এই সাই বালালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন তাঁরই সহ অভিনেত্রী হেলেন ফোনেসকা। একটি প্রথমসারির সংবাদপত্রে হেলেন অভিযোগ করেছেন, “সাই আমাকে মাঝে মাঝেই ম্যাসেজ করে জিজ্ঞাসা করতেন আমি ওকে চুমু খেতে চাই কিনা। এছাড়াও নানা রকম যৌন উত্তেজনাপূর্ণ ভিডিও পাঠাতেন। প্রথম প্রথম আমি খুব ভদ্রভাবে বিষয়টা সামলানোর চেষ্টা করেছি। কিন্তু জল মাথার উপর উঠতেই আমি তাঁকে দূরে থাকতে বলি।” হেলেন আরও বলেন, “প্রোডাকশন হাউসের কাছে আমি একই বিষয়ে অভিযোগ জানিয়েছি। এর একদিন পরেই ধারাবাহিকে আমাকে একটি অপর্যাপ্ত চরিত্রে নির্বাসিত করা হল। আমি ভেবেছিলাম অন্তত কলাকুশলীরা আমাকে সমর্থন করবেন। কিন্তু তা আর হল কই। অনুষ্ঠানটা আমার জন্য এখন অতীত হয়ে গিয়েছে।” তবে যার বিরুদ্ধে এই অভিযোগ, সেই সাই বালাল অবশ্য এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, “এই ঘটনা একেবারেই মিথ্যা। আমি ঠিক কি না তা জানতে হলে আসুন আমার শুটিংয়ের সেটে।”
যৌন হেনস্থার অভিযোগ অভিনেতা সাই বালালের বিরুদ্ধে
বুধবার,০৩/০৬/২০১৫
657