শম্পা সরদার, দমদম: সাড়ম্বরে পালিত ঘোষবাগান শিশু উদ্যান উন্নয়ন সমিতি আয়োজিত শ্রী শ্রী শ্যামা পূজা। দ্বিতীয় বর্ষে পদার্পণ করল এখানকার আয়োজন। দমদম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রশাসক রিঙ্ক দত্ত দে-এই শ্যামা পুজোর উদ্বোধন করেন। কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের মনের আনন্দ যখন হারিয়ে গিয়েছে তখন ঘোষবাগান শিশু উদ্যান উন্নয়ন সমিতির এই শ্যামাপূজা ঘিরে এলাকার মানুষের মধ্যে কিছুটা হলেও হাসি ফিরে আসে। দ্বিতীয় বর্ষের ভাবনাতেও ছিল অভিনবত্ব। বিষয় ছিল বর্ণ বৈষম্য। সামাজিক চেতনা বোধ জাগ্রত করতেই পুজোর ভাবনার মধ্যে নিয়ে আসা হয় এমন জ্বলন্ত বিষয়কে, জানালেন আয়োজকরা। এখানকার পুজোর মায়ের রূপ ভবতারিণী। মন্ডপসজ্জার দ্বায়িত্বে ছিলেন পিকু বিশ্বাস এবং আলোকসজ্জায় ছিল বাবলা ইলেকট্রিক। পুজো কমিটির সভাপতি আশুতোষ বিশ্বাস, সহ সভাপতি সঞ্জীব বিশ্বাস, সম্পাদক মানিক বিশ্বাস, কোষাধ্যক্ষ সঞ্জীব মজুমদার সহ দেবাশীষ ভাওয়াল, কপিল বিশ্বাসদের উদ্যোগে আয়োজিত এই শ্যামা পুজো বিশেষ নজর কাড়ে, সম্মানও আদায় করে নেয়।
বর্ণবৈষম্যের বিরুদ্ধে সোচ্চার মনোভাব পুজো ভাবনায়
সোমবার,১৬/১১/২০২০
718