পায়ে পায়ে ৯২ বছর, আলোর মালায় প্রকৃতিকে তুলে ধরেছে সবুজ সংঘ


শনিবার,১৪/১১/২০২০
1218

পশ্চিম মেদিনীপুর:- পায়ে পায়ে ৯২ বছরে পড়লো এবার ক্লাবের শ্যামা পূজো। তাই এবার আম্ফানের ভয়াবহতা কে দুরে ঠেলে আবার নতুন করে বাচার আশ্বাস দিয়ে আলোর মালায় সেজে উঠেছে পুজোর মন্ডপ। শালবনীর মৌপাল সবুজ সংঘের সদস্যরা এবার তাদের এই শক্তির আরাধনার মধ্য দিয়ে মানুষের মনে নতুন প্রাণের স্পন্দন ঘটাতে চেয়েছেন। পুজো মন্ডপে গেলেই চোখে পড়বে হাতির যাতায়াত, খরগোশের ছুটোছুটি যা মনকে হাতছানি দেবে প্রকৃতির এই শোভা৷ এছাড়াও তিন দিন ধরে চলা এই পুজোতে গ্রামবাসী দের নিয়ে আয়োজন করা হয় অন্নকূটের।

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক্লাবের সভাপতি নীতিশ বিশ্বাস, শোভন সামুইরা জানান, কয়েক মাস আগেই আমাদের চোখের সামনেই দাপট দেখিয়ে গিয়েছে আম্ফান৷ যার জেরে বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি গাছপাল নষ্ট হয়েছে প্রাণ হানি ঘটেছে জঙ্গলের জীবজন্তুর। ফলে সেই ভীতি এখনো মানুষের মনে গেথে রয়েছে৷ মানুষের মন থেকে এই ভীতি দুর করতেই এবার আমাদের এই ডিজিটাল আলোর মধ্য দিয়ে প্রকৃতির অরন্যে জীবজন্তুদের অবাধ বিচরণ, কিভাবে তারা আবার নতুন করে বাচার লড়াই করেছে সেটাই তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট