তৃণমূলে থাকতে না চাওয়া নেতা কর্মীদের বি জে পি তে স্বাগত জানালেন দিলীপ ঘোষ


শনিবার,১৪/১১/২০২০
1010

হাওড়া,আমতা: শুক্রবার হাওড়ার জয়পুর থানার সেহাগড়ীতে তৃণমূলে থাকতে না চাওয়া নেতা কর্মীদের বি জে পি তে স্বাগত জানালেন রাজ্য বি জে পি র সভাপতি দিলীপ ঘোষ। এদিন হাওড়া গ্রামীণ জেলা সংখ্যালঘু মোর্চার ডাকে “যোগদান মেলা ” শীর্ষক এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন একদিকে যেমন দলে আসতে চাওয়া তৃণমূলীদের স্বাগত জানান তেমনি আগামী বিধানসভা ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বলে ও মন্তব্য করেন। এদিন ভিড় ঠাসা জনসভায় তিনি বলেন, “অনেকেই বিজেপি তে আসতে চাইছেন। অনেক এম এল এ যোগ দিতে চান। আমি বলছি চলে আসুন। এখানে এলে অন্তত মাথা উঁচু করে কথা বলতে পারবেন। এখানে কামানোর সুযোগ নেই ঠিক কিন্তু মাথা উঁচু করে কথা বলতে পারবেন । রাস্তায় চলতে পারবেন”।এছাড়াও অন্যান্য দলের কর্মীদের ও স্বাগত জানান তিনি।

বিজ্ঞাপন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

যোগদান মেলায় বিভিন্ন দল ছেড়ে প্রায় সাত হাজার কর্মী বিজেপিতে যোগদান করেন।দিলীপ ঘোষ ছাড়াও এই যোগদান মেলায় উপস্থিত ছিলেন,প্রাক্তন সাংসদ জ্যোর্তিময় সিকদার, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আলী হোসেন,হাওড়া গ্রামীণের বিজেপির সভাপতি শিব শঙ্কর বেজ, হাওড়া জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মাকসুদ আলী সহ একাধিক বিজেপির একাধিক নেতৃত্বরা।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট