মাস্ক অভিযান শহরজুড়ে


শুক্রবার,১৩/১১/২০২০
768

কলকাতা: করোনা বিধি কোন ভাবেই যাতে লঙ্ঘিত না হয় তা নজরদারি চালানো হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চলছে। করোনা প্রতিরোধে মাস্ক এখন বাধ্যতামূলক। মাস্ক না পড়ে কেউ রাস্তায় বের হলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। শুক্রবার কলকাতার বেশ কয়েকটি এলাকায় পুলিশের এই বিশেষ অভিযানের মধ্য দিয়ে আটক করা হয় মাস্ক না পড়া ব্যক্তিদের। কলকাতা পুলিশের পক্ষ থেকে বারংবার পথচারীদের সচেতন করে বলা হয় মাস্ক ব্যবহার করুন। তারপরও অসচেতনতার ছবি। বাধ্য হয়েই পুলিশকে কড়া ব্যাবস্থা নিতে হচ্ছে।
এদিন বাজি না ফাটানোর আবেদন জানিয়েও প্রচার চালানো হয় শহরের বিভিন্ন এলাকায়।

কলকাতা পুলিশের এই সচেতনতামূলক কর্মসূচিতে খুশি সাধারণ মানুষ। করোনা প্রতিরোধে পুলিশের এই কড়া মনোভাব এবং বাজি ফাটানো বন্ধের আবেদন বর্তমান এই আবহে মানুষকে সুস্থ থাকতে সাহায্য করবে বলে মত সচেতন মানুষের।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট