২১-এর ভোটে রাজ্যের ২৯৪ কেন্দ্রেই প্রার্থী দিচ্ছে বিএনআরপি


শুক্রবার,১৩/১১/২০২০
2108

কলকাতা : আগামী বিধানসভা নির্বাচনে বাংলার নাগরিকদের কাছে রাজনৈতিক সচেতন ভাবে ভোট দান করার আবেদন রাখলেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি (বিএনআরপি)- র সর্বভারতীয় সভাপতি ডঃ মেহেব সাকির। কলকাতার বাগুইহাটিতে দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, কৃষি সর্ব ক্ষেত্রেই কর্পোরেট লক্ষ্য নিয়ে চলছে দেশের সরকার। সাধারণ জনগনের যে ন্যূনতম চাহিদা তার কিছুই পূরণ করা হচ্ছে না। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার মুখোশের রাজনীতি করে চলেছে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

ডঃ মেহেব সাকির আরও বলেন, ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মানুষ কাকে ভোট দেবেন তা নিয়ে যথেষ্টই বিচলিত রয়েছেন। কারণ কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিই আস্থা রাখতে পারছেন না। সাধারণ মানুষের কাছে তিনি আবেদন রাখেন ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির ওপর আস্থা রাখার এবং তাদের সম্পর্কে আরও জানার। বিধানসভা ভোটকে সামনে রেখে দলের বিভিন্ন দায়িত্ব অন্যান্য নেতৃত্বের মধ্যে ভাগ করে দেওয়া হয়। কলকাতার এন্টালী বিধানসভা কেন্দ্রের কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের অন্যতম নেত্রী স্বর্ণলতা সরকার। তিনি বলেন, রাজ্যের 294 বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি। রাজ্যের মানুষ সিদ্ধান্ত নেবেন এবার কাকে ভোট দেবেন। সাধারণ মানুষ যদি নিজেদের ন্যায় অধিকারের জন্য চাই তাহলে ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির প্রার্থীদের ভোট দেবেন।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট