২০২১- এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কি শর্ত দিলেন , নির্বাচন কমিশনকে ?


সোমবার,০৯/১১/২০২০
2483

২০২১- এর বিধানসভা নির্বাচন নিয়ে তৃণমূল মহা সচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন :

সমস্ত ভোটার যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য ভোটার তালিকায় যাতে নাম থাকে তা নিশ্চিত করতে হবে কমিশনকে। কোন ভোটারের নাম বাদ পড়লে যিনি আবেদন করছেন তিনি যেন জানতে পারেন কেন তার টা বাতিল হল। জেলা আধিকারিকদের সঙ্গে কমিশন কথা বলে জেলায় ভোটার তালিকার কাজ ঠিকমত যাতে হয় তা নিশ্চিত করা হোক।

ভোটাররা যাতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় আবেদন করতে পারেন তা নিশ্চিত করতে হবে কমিশনকে। শনি রবিবারও যাতে এই কাজ চলে। শনি রবি ১২টা থেকে ২টা পর্যন্ত থাকার ব্যাবস্থা করবে বলেছে কমিশন। আমরা পূর্ণ সময় বলেছি থাকার কথা। নতুন প্রজন্মের ভোটারদের আবেদন ঠিকমত জমা হয় তা নিশ্চিত করতে হবে।

১৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভোটার তালিকার কাজ। কমিশননের প্রতিনিধি ও অাধিকারিকদের বলেছি ত্রুটিমুক্ত ভোটার তালিকা করতে পারে। এই করোনা পরিস্থিতিতে যেন প্রত্যেক ভোটার ভোট দিতে পারে তার ব্যাবস্থা এখন থেকেই নিতে হবে। পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে হবে। কোন ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে তা যেন নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন : এখানে বিজ্ঞাপন দিতে , যোগাযোগ : 9733377444

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট