ঝাড়গ্রাম: কয়েকদিন পরেই হবে কালিপুজো ও দীপাবলি উৎসব। তার একদিন পরেই জঙ্গলমহলে হয় বাঁদনা পরব। বাঁদনা পরবের আগে ঘর সাজাতে ব্যস্ত গ্রামের মহিলারা। ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাজপাড়া গ্রামে। প্রতিবছর জঙ্গলমহলে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। তার আগেই গ্রামের মাটির বাড়ি গুলো রং করার রেওয়াজ রয়েছে। সেই রেওয়াজ এবং রীতি মেনেই মাটির বাড়ি রং করছেন মহিলারা। এমনকি বাড়ির মহিলারা তাদের মনের মতো ঘরটিকে রং দিয়ে সাজান। যার ফলে সৌন্দর্য এবং খুশিতে ভরে ওঠে তাদের বাড়গুলি।
বাঁদনা পরবের আগে ঘর সাজাতে ব্যস্ত ঝাড়গ্রামের মহিলারা
রবিবার,০৮/১১/২০২০
727