কলকাতা : উত্তরপ্রদেশে আদিবাসী-দলিতদের মেয়েকে ধর্ষন করে জ্বালিয়ে দেওয়া হয় ! অমিত শাহ নাটক করছেন, খোঁচা ফিরহাদ হাকিমের ”মতুয়া বা আদিবাসী, কারও কাছে নেই বিজেপি। গোটাটাই ওদের নাটক।” মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। তাঁর অভিযোগ, “বহু দলিত উত্তরপ্রদেশে ধর্ষিত হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যে অত্যাচারিত হচ্ছে। সেসব ঢাকতে অমিত শাহ এ রাজ্যে এসেছেন।”
https://youtu.be/9-WyohoPy-k