মমতা বিনয় তামাং এর মিটিং নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


বুধবার,০৪/১১/২০২০
784

পশ্চিম মেদিনীপুর:- বাঁকুড়ায় মিটিং এর পর মেদিনীপুরে বিজয়া সম্মেলনীতে মমতা বিনয় তামাং এর মিটিং নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।এদিন তিনি সোজাসুজি মেদিনীপুর বিদ্যাসাগর হলে নিজেদের কর্মী সমর্থকদের নিয়ে বিজয় সম্মেলনী করেন।সেই বিজয় সম্মেলন অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি। সাংবাদিকরা তাকে তৃণমূলের সৌগত বাবুর বক্তব্য প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বলেন আগে নিজেদের দলের কোন্দল সামলাক তৃণমূল।বিজেপি কে নিয়ে তাদের ভাবতে হবে না। বিজেপি একটা পরিবার।তৃণমূল দল টা আগে উনি সামলান।

বিজ্ঞাপন : এখানে বিজ্ঞাপন দিতে , যোগাযোগ : 9830710980

কারণ তৃণমূলের নেতা নেত্রীরা যেভাবে বোমা বন্দুক নিয়ে রাস্তায় নেমে খুনোখুনি হচ্ছে। আগে তাদের দলকে সামলানো উচিত। তারা আগে নিজেদের ঘরের কথা ভাবুক আমরা বিজেপি সামলিয়ে নেব।এরপর সাংবাদিকরা মমতা ও বিনয় তামাং বৈঠক নিয়ে প্রশ্ন করলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন যারা একসময় পাহাড়ে আগুন লাগিয়েছে তাদের কেই আগে আগুন নেভাতে হবে।কারণ পাহাড়ে আগুন লাগিয়েছে যারা তার ফলে পাহাড় আজ পাহাড় অশান্ত। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ উঠেছে। ব্যবসা বাণিজ্য বন্ধ মানুষ খেতে পাচ্ছে না। তারা এখনও রাজনীতি করছেন ক্ষমতা দখলের জন্য।তবে সেই পাহাড়ে শান্তি আনা স্বাভাবিক করা আগে আলোচনা হওয়া উচিত বিজেপি সেই দিকেই এগোচ্ছে।তবে পাহাড়ের জন্য বিজেপি ভাবছে এবং ক্ষমতায় এলে পাহাড় অবশ্যই শান্ত হবে। যারা অশান্ত করেছে 2021 সালে তারা শাস্তি অবশ্যই পাবে। তবে এদিন শুভেন্দু নিয়ে প্রশ্ন করলে তা এড়িয়ে যান বিজেপি রাজ্য সভাপতি

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট