কলকাতা: শেষ পর্যন্ত রাজ্য সরকার ও রেলের আধিকারিকরা লোকাল ট্রেন চালুর বিষয়ে বৈঠকে বসলেন। আর এই নিয়ে রাজ্যকে একহাত নিলেন বামপপরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তীর। এদিন তিনি অভিযোগ করে বলেন বৈঠক শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলো, কিন্তু এই বৈঠক এতো দেরিতে কেন? কেন দু মাস সময় লাগলো? সুজন চক্রবর্তী বলেন তারা রাজ্যকে দুমাস আগে চিঠি দিয়েছিল লোকাল ট্রেন চালু করার বিষয়ে। রাজ্যকে লোকাল ট্রেন চালানোর বিষয় নিয়ে রেলও চিঠি দিয়েছিল। তাহলে এত দেরি কেন? যখন বিক্ষোভ চরমে পৌঁছাল তখন বৈঠকে বসলেও। সুজন চক্রবর্তী বলেন দীর্ঘদিন লোকাল ট্রেন বন্ধ থাকায় লক্ষ লক্ষ মানুষ রুটিরুজি হীন হয়ে পড়েছেন। যদি এই সিদ্ধান্ত আরো আগে নেওয়া হত তাহলে সাধারন মানুষের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হতো না। সাধারণ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করে তাদের রুটিরুজি নির্ভর করতে পারতেন।
রাজ্য সরকার ও রেলের আধিকারিকরা লোকাল ট্রেন চালুর বিষয়ে বৈঠকে বসলেন, বিস্ফোরক সুজন চক্রবর্তী
সোমবার,০২/১১/২০২০
862