কলকাতা: ভোররাতে আগুন লাগে উত্তর কলকাতার কবিরাজবাগান এলাকার একটি চালুনি কারখানায়। ব্যাপক আতঙ্ক ছড়ায় এই অগ্নিকান্ডের ফলে। দমকলের চারটে ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। কয়েক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কী ভাবে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে দমকল বাহিনী।
https://youtu.be/3oGShqO-xaY