পশ্চিম মেদিনীপুর:-কালিপূজা ও দীপাবলির আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বেলদা থানার পুলিশ। শনিবার দুপুর নাগাদ বেলদা থানার গুড়দলা এলাকা থেকে থেকে সতেরো বস্তা বাজি তৈরির কাঁচামাল, সালফার সহ নিষিদ্ধবাজি উদ্ধার করে বেলদা থানার পুলিশ ।একই সাথে বেশ কয়েক কেজি বারুদ ও উদ্ধার করা হয় এদিন।গোপন সূত্রে খবর পেয়ে থানা এলাকার গুড়দলাতে অভিযান চালিয়ে এলাকার দুটি জায়গা থেকে এই শব্দবাজি উদ্ধার করে তারা।কালীপুজোর আগে এভাবে নিষিদ্ধ বজির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। দীপাবলির পূর্বে এই অভিযান অনেকটা স্বস্তি আনবে পরিবেশে।
কালীপূজার আগে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দ বাজি সহ বারুদ উদ্ধার বেলদাতে
শনিবার,৩১/১০/২০২০
640