বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার মৃতদেহ সৎকার করতে বাধা গ্রামবাসীদের


শুক্রবার,৩০/১০/২০২০
999

ঝাড়গ্রাম:– জারালাটা গ্রামে বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদার মৃতদেহ সৎকার করতে বাধা গ্রামবাসীদের। শুক্রবার সকালে সুকুমারবাবুর গ্রামের বাড়ি দুবরাজপুরে তাঁকে দাহ করার কথা ছিল। কিন্তু পারিবারিক কারণে সেখানে তাঁকে দাহ করা যায়নি। পরে ঠিক হয় দুবরাজপুর থেকে কিছুটা দূরে জারালাটা গ্রামে শেষকৃত্য করা হবে তাঁর। কারণ সেখানে জমি রয়েছে তাঁর পরিবারের। কিন্তু গ্রামবাসীদের বাধায় তা সম্ভব হয়নি।স্থানীয়দের দাবি, ওই স্থানে দেহ সৎকার করলে সেখানে শ্মশান করতে হবে। এই নিয়ে ব্যাপক গোলমাল বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এসপি, ডিএম, মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মানস ভুঁইয়া। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের বোঝানো হলেও তাঁরা সৎকারে বাধা দেয়। চিতার কাঠ সরিয়ে দেয় গ্রামবাসীরা। মহিলারা আগুন নিভিয়ে দেওয়া জন্য জসযলের বালতি নিয়ে এগিয়ে আসেন। এখনও পর্যন্ত দাহ করা যায়নি। চিতার উপরেই বেশ কয়েক ঘণ্টারও বেশি সময় ধরে রয়েছে সুকুমার হাঁসদার দেহ। বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে গ্রামবাসীদের বুঝিয়ে ঋতি মেনেই সুকুমার হাঁসদার মৃতদেহ সৎকার করা হল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট