হাতরাসের ঘটনার পর কেন যোগি সরকারকে বরখাস্ত করা হল না, প্রশ্ন মান্নানের


শুক্রবার,৩০/১০/২০২০
833

কলকাতা: দেশের বিজেপি শাসিত রাজ্য গুলিতে যে অবস্থা চলছে তার থেকে তো আর ব্যাতিক্রম নয় পশ্চিমবঙ্গ। রাজ্যপাল যাঁর কাছে নালিশ করতে গেলেন তার প্রশ্রায়েই তো দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে অরাজকতা চলছে। মন্তব্য বিধানসভার বিরোধি দলনেতা আব্দুল মান্নানের। হাতরাসের ঘটনার পর কেন যোগি সরকারকে বরখাস্ত করা হল না, প্রশ্ন মান্নানের। বিরোধি দলনেতা বলেন, রাজ্যপাল বিজেপির বোড় হয়ে কাজ করছেন।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট