কলকাতা : আজ কোজাগরী লক্ষ্মী পূজা। ইতিমধ্যে সমস্ত জায়গায় লক্ষ্মী পুজোর আয়োজন শুরু হয়ে গেছে ।বাদ পড়েনি কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পরিষদ দেবাশীষ কুমারের বাড়িতেও ।ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পুজোর আয়োজন। পুজোর আয়োজন করছেন তার কন্যা দেবলিনা কুমার এবং তার স্ত্রী। দেবলিনা কুমার জানিয়েছেন প্রতিবছরের মতো এবছরও লক্ষ্মী পুজো হচ্ছে তাদের বাড়িতে। তবে মহাসমারোহে ধুমধাম করে লক্ষ্মী পুজো করা হচ্ছে না । নিউ নরমালে পূজিত হচ্ছে লক্ষ্মী ঠাকুর। প্রতিবছর এই পুজোয় বাইরে থেকে অনেক লোকজনের সমাগম হতো তা এবছর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এ বছর পুজোয় দুটো বৈশিষ্ট্য রয়েছে। দেবলিনা কুমার জানিয়েছেন এ বছর ফল মিষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে কোলড্রিংস চিপস দিচ্ছেন মা’কে। তার কারণ হিসেবে তিনি জানিয়েছেন সাধারণ মানুষ হিসেবে আমরা যেসব খেয়ে থাকি তাই ঘরের মেয়ে হিসেবে লক্ষ্মী ঠাকুর কে এইসব জিনিস দেওয়া হচ্ছে। এর পাশাপাশি লক্ষ্মী দেবীর কাছে যে স্বস্তিক চিহ্ন দেওয়া হয় তার মধ্যে টাকার চিহ্ন তুলে ধরা হয়েছে। কারণ হিসেবে তিনি জানিয়েছেন যেহেতু লক্ষীদেবী ধনসম্পত্তি দেবী তার রূপ হিসেবে এই চিহ্ন আঁকা হয়েছে।
কলকাতা কর্পোরেশনের বিদায়ী মেয়র পরিষদ দেবাশীষ কুমারের বাড়িতে কোজাগরী লক্ষ্মী পূজা
শুক্রবার,৩০/১০/২০২০
785