রাজ্যের কোন মন্ডপেই দর্শক ঢুকতে পারবেন না


সোমবার,১৯/১০/২০২০
1527

কলকাতা: করোনা কালে দুর্গা পুজো নিয়ে মামলায় ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানাল, প্রতিটি পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন বলে গণ্য হবে। কোনও মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না। রাজ্যের সমস্ত পুজোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছে হাইকোর্ট।

আদালত এদিন জানিয়েছে, কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী প্রবেশ করবেন না। সবকটিই কনটেনমেন্ট জোন, ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্টের। বিচারপতি আরও নির্দেশ দেন, দর্শকশূন্য থাকবে পুজো রাজ্যের সমস্ত পুজো মণ্ডপ।ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার হবে দূরত্ব। বড় মণ্ডপের ক্ষেত্রে দূরত্ব হবে ১০ মিটার। এই দূরত্বের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। পুজোর এরিয়া ব্যারিকেড করতে হবে। ‘নো এন্ট্রি’ বোর্ড লাগাতে হবে, নির্দেশ আদালতের। রাজ্যের সব পুজোর জন্য এই রায় প্রযোজ্য। বড় প্যান্ডেল সহ সবাইকে নো-এন্ট্রি বাফার জোন করতে হবে। রাজ্যে কোনও মণ্ডপেই দর্শক ঢুকতে পারবেন না।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট