কলকাতা : বিজেপি নবান্ন অভিযানে ধৃত বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শনিবার বলবিন্দর সিংয়ের মুক্তির দাবিতে ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে শান্তিপূর্ণ অবস্থান করলেন এক্স সার্ভিস ম্যান বেঙ্গল ফোরাম। এসংগঠনের এক কর্মকর্তা জানিয়েছেন বিনা দোষে বলবিন্দর সিং কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি একজন এক্স আর্মি কে রাজ্যের পুলিশ যে ভাবে অসম্মান করেছে আমরা কখনো তা মেনে নেব না। অবিলম্বে বলবিন্দর সিং কে মুক্তি দিতে হবে।
https://youtu.be/l7FiehFjvGs