লড়াই নয়, উত্তর ও দক্ষিণকে মেলাল পেন্ডামিক সিচ্যুয়েশনে


রবিবার,১১/১০/২০২০
629

কলকাতা : না, এবছর কোন লড়াই নয়। উত্তর বনাম দক্ষিণের লড়াই নয়। করোনার মারণ ছোবল উত্তর ও দক্ষিণকে বেঁধেছে মেলবন্ধনে। হাত বাড়িয়েছে একে অপরের পাশে থাকার। কাঁধে কাঁধ মিলিয়ে করোনাকে জয় করার এ যেন এক অঙ্গীকার। দক্ষিণের মুদিয়ালি উত্তরের টালা প্রত্যয়কে বাড়িয়েছে সাহায্য। বায়ো বাপল কোড নামক এক কেমিক্যালের মাধ্যমে স্প্রে করবে মন্ডপ। যা সংক্রমন দূর করতে কার্যকরী ভূমিকা নেবে। সৌজন্যে টালা প্রত্যয়ও স্যানিটাইজের দ্বায়িত্ব নিল মুদিয়ালির। রবিবাসরীয় সকাল স্বাক্ষী রইল উত্তর-দক্ষিণের এই বন্ধুত্বের সন্ধিক্ষণ হয়ে।

টালা প্রত্যয়ের অন্যতম উদ্যোক্তা অভিজিত বসাক বলেন, এই প্যান্ডেমিক সিচ্যুয়েশন সমস্ত লড়াইয়কে দূরে সরিয়ে দিয়েছে। তাই নিজেদের মধ্যে প্রতিবন্ধকতা সরিয়ে এখন সহযোদ্ধা হয়ে ওঠা।

উত্তর বনাম দক্ষিণের এই মেলবন্ধন এবছর দুর্গোৎসবে যেন এক নতুন বার্তা নিয়ে আসছে। সে মানবতার বার্তা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট