বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে,কর্মী প্রশিক্ষণ সভায় মাথা ফাটল জেলা সভাপতির


শুক্রবার,০৯/১০/২০২০
1054

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: বিজেপির দলীয় কর্মী প্রশিক্ষণ কর্মসূচি চলাকালীন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতির ওপর হামলা। হামলায় মাথা ফাটলো জেলা সভাপতির। আহত অবস্থায় তাঁকে দাঁতন গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।জানা গেছে এই হামলায় অভিযুক্ত বিজেপির দাঁতন দক্ষিণ মন্ডলের প্রাক্তন যুবমোর্চার সভাপতি উত্তম দাস।অভিযুক্ত কে আটক করেছে দাঁতন থানার পুলিশ। ঘটনায় জানা গেছে শুক্রবার কেশিয়াড়ী বিধানসভার দাঁতন ১ ব্লকের কর্মীদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন ছিলো দাঁতনের রবীন্দ্রভবন অডিটোরিয়ামে।

অভিযোগ সেই প্রশিক্ষণ কর্মসূচির বিরতির সময় জেলা সভাপতি সমিত দাসের ওপর হামলা চালায় কর্মসূচিতে উপস্থিত দাঁতন দক্ষিণ মন্ডলের প্রাক্তন যুবসভাপতি উত্তম দাস।অতর্কিত হামলায় মাথা ফেটে যায় জেলা সভাপতির। তাকে আহত অবস্থায় দাঁতন হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁর চিকিৎসা হয়।অভিযুক্ত উত্তম দাস কে আটক করেছে দাঁতন থানার পুলিশ। ঘটনায় বিজেপি জেলা সভাপতি সমিত দাসের অভিযোগ তৃণমূলের যোগসাজশে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও বিষয়টি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব বলে দাবি দাঁতনের তৃণমূলের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট