পুজোর মুখে ভারী বৃষ্টির আশঙ্কা


শুক্রবার,০৯/১০/২০২০
975

কলকাতা : নিম্নচাপের পূর্বাভাসে পুজোর মুখে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যে! বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরে সপ্তাহের শেষে বাংলা, ওড়িশা, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার কিছুটা হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও, শনি ও রবিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গ, দুই অঞ্চলেই বৃষ্টির দাপট বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে অন্ধ্র প্রদেশ, তামিলনাড়ু ও ওড়িশা উপকূলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাপক বৃষ্টি হতে পারে। এছাড়া শুক্রবারের মধ্যে উত্তর আন্দামান সাগর ও পূর্ব-বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। পরে নিম্নচাপ অন্ধ্র প্রদেশ এবং ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে। আগামী ১১ অক্টোবরের মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই নিম্নচাপ প্রভাব পড়তে পারে এ রাজ্যেও। অন্ধ্র ও ওড়িশা উপকূলের মৎ‌স্যজীবীদের ইতিমধ্যেই গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট