টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তছরূপের অভিযোগ


সোমবার,০৫/১০/২০২০
910

হাওড়া: ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে বলে ঘোষণা করা হয়৷ কিন্তু সেই টাকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তছরূপের অভিযোগ উঠে৷ তারই প্রতিবাদে সোমবার আমতা-২ নং বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল আমতা বিধানসভা বিজেপির কর্মীরা।এদিন আমতা জয়পুরে মোড়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয়। দিলীপ ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন আমফন ও ১০০ দিনের কাজে কেন্দ্র সরকার যা টাকা দিচ্ছে সব টাকা দিদিমনির সরকার লুটেপুটে খাচ্ছে তার হিসাব নিতে আজ সাধারন মানুষ একজোট হয়েছে। পুলিশ এখন তৃনমূলের দলদাসে পরিনত হয়েছে।এখন আর পুলিশের কোনো সম্মান নেই বিজেপি ক্ষমতায় এলে পুলিশকে আমার জোগ্য সম্মান দেব। জয়পুর মোড়ে কয়েক হাজার বিজেপি কর্মী জমায়েত হয়ে

বিডিও অফিসে সামনে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক বিক্ষোভ দেখায়। বিজেপি নেতৃত্বের দাবি, আমফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের টাকা না দিয়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগসাজসে স্থানীয় বিডিও এবং তৃণমূল কর্মীদের তালিকা তৈরি করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়েছেন।তাই আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের সরকারি সাহায্যের টাকা নিয়ে তৃণমূলের দলবাজি ও স্বজনপোষণের বিরুদ্ধে বিডিও অফিসে ডেপুটেশন জমা দেন তাঁরা৷ দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া গ্ৰামীনে বিজেপি সভাপতি শিবশঙ্কর বেজ, কেন্দ্রীয় বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিজেপি কর্তারা।

https://youtu.be/oz5v576g0R4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট