পশ্চিম মেদিনীপুর:– 19 বছরের দলিত তরুণী মনীষা বাল্মিকী কে চারজন উচ্চবর্ণের নর পশুর দ্বারা ধর্ষিত হতে হয়েছিল বেটি বাঁচাও এর স্লোগানধারী বিজেপি শাসিত উত্তরপ্রদেশের হাথ্রাস এলাকায় । 15 দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে মারা যায় মনীসা। এ যেন দ্বিতীয়বার নির্ভয়ার ঘটনা মনে করিয়ে দিল। এই ঘটনার প্রতিবাদে আজ মেদিনীপুর শহর মহিলা তৃনমূল সংগঠন এর ডাকে সারা ভারত কালা দিবসের ডাক দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে অর্থাৎ খড়গপুর,বেলদা, নারায়ণগড়, পিংলা, সবং সহ বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ জানানো হয়। মেদিনীপুর শহরেও এই কর্মসূচি পালিত হয় । মেদিনীপুর শহরের স্টেশন রোড ফ্লাইওভার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে কেরানীতলার পাঁচ মাথার মোড়ে শেষ হয় বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে। বিক্ষোভে নেতৃত্ব দেন মেদিনীপুর শহর মহিলা তৃনমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়।
https://youtu.be/5niSCTMDKG0
এছাড়াও উপস্থিত ছিলেন শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, নির্মাল্য চক্রবর্তী, সুসময় মুখার্জি, সহ সমস্ত মহিলা কাউন্সিলরবৃন্দ। সভায় সমস্ত উপস্থিত বক্তাগন জানান যে-এই ঘটনা উত্তরপ্রদেশে প্রথম নয় এর আগেও অনেক মেয়েকে নির্যাতিত হতে হয়েছে।আদিত্যনাথ যোগীর পদত্যাগ দাবি জানানো হয়। যোগী রাজ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ফলে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।যোগী সরকার আজ বেটি বাঁচাও এর নাম করতে করতে মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ, এর বিরুদ্ধে সমাজের সর্বস্তরে গণ আন্দোলনে শামিল হওয়ার ডাক দিয়েছেন। যোগীর পদত্যাগ দাবী করে কেরানীতলার মোড়ে যোগীর কুশপুত্তলিকা দাহ করা হয়।