কেশপুরের দামোদরচক গ্রাম থেকে বিপুল পরিমাণে বোমা উদ্ধার। বোমা নিষ্ক্রিয় করল কেশপুর থানার সিআইডি ও বোম্ব স্কোয়াড


রবিবার,২০/০৯/২০২০
1122

পশ্চিম মেদিনীপুর:– দিন দুয়েক আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল কেশপুরের দামোদরচক গ্রাম। বোমার আঘাতে প্রাণ গিয়েছে এক নাবালক সহ দুই নিরিহ গ্রামবাসীর। রবিবার সাত সকালে গোপন সূত্রে খবর পেয়ে গ্রামে অভিযান চালায় পুলিশ। গ্রামেরই বাসিন্দা আবদুল মাহমুদ, আব্দুল সামাদ ও আহমাদ্দুলার বাড়িতে তল্লাসী চালিয়ে ৩ ড্রাম বোমা উদ্ধার করে। বোমাগুলির উদ্ধারের পর সিআইডির বোম্ব ষ্কায়াডের সদস্যেরা এসে কেশপুর থানার অদুরে একটা ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করে বোমাগুলি। সাত সকালে গ্রাম থেকে বিপুল পরিমাণ বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। গ্রামের আর কোথাও বোমা মজুত করে রাখা আছে কি না তা জানতে তল্লাশি অভিযান জারি রেখেছে কেশপুর থানার পুলিশ।

বিজ্ঞাপন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট