ঝাড়গ্রাম:- আজ মহালয়া। আর মহালয়া মানেই শুরু কাউন্ট ডাউন। পিতৃপক্ষের অবসান। মহিষাসুরমর্দিনীর সূরে দেবীপক্ষের শুরু। সকাল থেকেই ঝাড়গ্রাম জেলারবিভন্ন নদী ও পুকুরের ঘাটে ঘাটে পিতৃ পুরুষকে জলদান। চলছে তর্পণ। ঝাড়গ্রাম জেলার উপস্থিতিও ছিল চোখের পড়ার মত। এক কথায় শারদোত্সবের ঢাকে কাঠি পড়ল আজই।
আজ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ঘাটেও ছবিটা ছিল একইরকম। পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করেছেন হাজারো মানুষ। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য কড়া পুলিসি নিরাপত্তা বন্দোবস্ত করা হয়।
https://youtu.be/_zYKMROUJcI