মেঠো বাতাসে গর্জে উঠলো প্রতিবাদের সুর


বুধবার,১৬/০৯/২০২০
820

হাওড়া,আমতা: মেঠো বাতাসে গর্জে উঠলো প্রতিবাদের সুর। প্রতিবাদ কেন্দ্রের ভুল কৃষিনীতির। লড়াই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার। বুধবার দুপুরে হাওড়ার আমতার চন্দ্রপুর অঞ্চল সংলগ্ন কৃষিজমিতে ভেসে উঠলো এই প্রতিবাদের ভাষা । পশ্চিমবঙ্গ কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই কর্মসূচি পালিত হল।নেতৃত্ব দেন হাওড়া জেলা কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন চক্রবর্তী । বুধবার দুপুরে তাঁরা কৃষকদের স্বার্থ রক্ষার জন্য এই আন্দোলনে নেমেছেন। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে , কেন্দ্রের  জনবিরোধী নীতি, বাংলাকে আর্থিক বঞ্চনা ও তাদের ভুল কৃষিনীতির জন্য তাঁদের এই আন্দোলন। পাশাপাশি কেন্দ্র সারের দাম বাড়িয়ে দিয়েছে । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা কৃষক দরদী  পদক্ষেপের জন্য বাংলার কৃষকরা উপকৃত হচ্ছেন ।তাঁরা লাভবান হচ্ছেন ।তাই ২০২১-এ বিজেপি নামক দলটাকে উৎখাত করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার   নতুন করে একটা জনদরদী  সরকার গঠন করার ডাক দেওয়া হয় এই মেঠো প্রতিবাদ আন্দোলন  কর্মসূচির মাধ্যমে। এইদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলি, জনসাস্থ কারিগরি দপ্তরের কর্মদক্ষ সুশান্ত সাহা, উলুবেড়িয়া উত্তরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল্লাহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট