ঝাড়গ্রাম:- গত ৪ঠা জুলাই কুলতলির মৈপীঠে দলের জেলা কমিটির সদস্য সুধাংশু জানাকে যে তৃণমূল আশ্রিত গুণ্ডারা হত্যা করেছিল ও তার পরবর্তী সন্ত্রাসে শতাধিক বাড়ি ও দোকান যারা পুড়িয়ে দিয়েছিল এবং লুঠ করেছিল তাদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর রাজ্যব্যাপী ‘মৈপীঠ সংহতি দিবস’ পালন করলো এসইউসিআই। সেইমত ঝাড়গ্রামের পাঁচমাথামোড়ে এসইউসিআই ঝাড়গ্রাম জেলা কমেটির পক্ষ থেকে পালিত হল মৈপীঠ সংহতি দিবস।
ঝাডগ্রামে এসইউসিআই মৈপীঠ সংহতি দিবস পালন করলো
মঙ্গলবার,১৫/০৯/২০২০
679