অস্থায়ী শিক্ষা কর্মীদের অবস্থান বিক্ষোভ ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় গেটের সামনে


সোমবার,১৪/০৯/২০২০
905

ঝাড়গ্রাম:– পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্প্লয়িজ সমিতির পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলার মোট পাঁচটি কলেজের ৩৭জন অস্থায়ী শিক্ষা কর্মী একত্রিত হয়ে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় গেটের সামনে সোমবার ঝাড়্গ্রাম জেলা সংগঠনের সভাপতি বিধান প্রতিহার এর নেতৃত্বে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হোন। তাদের মোট তিনটি দাবি ছিল সরকারি স্বীকৃতি করণ, ৬০ বছর পর্যন্ত কাজের সুনিশ্চিতকরণ এবং সরকারি নির্দেশ নামা৩৯৯৮F(P2) লাগু করতে হবে। জেলা সংগঠনের সভাপতি বিধানবাবু জানান “বারবার শিক্ষা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েও কোনও ফল না পাওয়ায় আজ তারা এই অবস্থান বিক্ষোভে পথ বেছে নিয়েছে। এই অবস্থান-বিক্ষোভ এর পরেও কাজ না হলে তারা সেপ্টেম্বর মাসের শেষে কলকাতার রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে মৃত্যুবরণ করতে রাজি আছেন।” মানিকপাড়া কলেজের ইউনিট প্রেসিডেন্ট অরিন্দম নায়েক জানান “পার্শ্বশিক্ষক রা যদি সরকারি স্বীকৃতি পান তাহলে আমরা কেন পাব না “

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট