কলকাতা: কলকাতার শীল লেন দাস বাড়িতে শুরু হল দুর্গা পুজো। কৃষ্ণপক্ষের নবমী তিথির আদ্রা নক্ষত্র মেনে এই পুজোর আয়োজন। এই পুজো অবশ্য পুরনো নয়। গত ১২ বছর ধরে পুজোর আয়োজন চলছে। ট্যাংরার শীল লেনের দাস পরিবারের বাড়ির পুজোয় এবছর লোকজনের তেমন সমাগম নেই। করোনা আবহে এবছর তেমন আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানিয়েছেন বাড়ির সদস্যরা। ১১ বছর আগে প্রসেনজিৎ দাস ও তাঁর দিদি মিলে ঠিক করেন দুর্গাপুজো করবেন। তবে চিরাচরিত নিয়মে নয়, তাঁরা পুজো শুরু করবেন কৃষ্ণপক্ষের নবমী থেকে। সেই থেকে পুজো শুরু। প্রসেনজিৎবাবু জানান, সপ্তমী থেকে শুরু মহাপুজো। তখন অঞ্জলি, হোম সহ সমস্ত রীতি সহকারে মহাপুজোর সমস্ত নিয়ম মানা হয়। করোনা পরিস্থিতিতে মানা হচ্ছে কোভিড বিধি।
শীল লেন দাস বাড়িতে মা দুর্গার বোধন হয় কৃষ্ণপক্ষের নবমী তিথিতে। আর্দ্রা নক্ষত্রে দেবীর বোধন হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের আরাধনার শুরু দাস বাড়িতে।এমনিতে দাস বাড়ির পুজো শুরু হয় ১৬ দিন আগে কৃষ্ণপক্ষের নবমীতে। কিন্তু এ বছর মলমাস পড়ায় তিথি এগিয়ে এসেছে অনেকটা। ফলে শুক্রবারেই হয়ে গেল দেবীর বোধন। তারপর মহালয়া পর্যন্ত পৌরাণিক নিয়ম মেনে হবে পুজো। তারপর দিন থেকে প্রতিপদ পর্যন্ত নিত্যপুজো চলবে। ফের প্রতিপদ থেকে ষষ্ঠী বিশেষ পুজোর পর সপ্তমী থেকে নবমী পর্যন্ত হবে মহাপুজো।
Welcome
Now retrieving the price.
(as of সোমবার,২৩/১২/২০২৪ ১৫:২২ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)