পশ্চিম মেদিনীপুর:- করোনা আবহের মধ্যেও সিপিএম বিজেপির দুই শিবিরে ভাঙন।জেলার বিভিন্ন ব্লক থেকে রাজ্যের বিরোধী দুই শিবিরের প্রায় তিন শ সক্রিয় কর্মী যোগ দিল তৃণমূলে। বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুর শহরের ফেডারেশন হলে বিরোধী দল থেকে আসা দলীয় কর্মীদের হাতে পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। এ দিনের কর্মসূচি শেষে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের উদ্দেশে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন জেলা তৃণমূলের এই দাপুটে নেতা। তাঁর দাবি আগামী দু মাসের মধ্যে জেলায় আরও বড় ভাঙন ধরতে চলেছে বিজেপির অন্দরে। বিভিন্ন এলাকায় স্বজনপোষণ দুর্নীতির মতো ঘটনার জন্যই বিজেপি শিবিরে এ ভাবে ভাঙন ধরেছে বলেও দাবি করেন জেলা তৃণমূল সভাপতি। উল্লেখযোগ্য ভাবে এ দিন বিজেপির বেশ কয়েকজন মণ্ডল সভাপতি সহ দলের উল্লেখযোগ্য নেতারা যোগ দেন তৃণমূলে। একই দাবি করেছেন সদ্য দলে আসা কর্মীরাও। যদিও জেলা বিজেপির সভাপতি শমিত কুমার দাসের পাল্টা দাবি, বিজেপি ছেড়ে কেউ তৃণমূলে যায়নি। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দলে ফিরিয়ে বিজেপিতে ভাঙন বলে দেখানোর চেষ্টা করছে তৃণমূল দাবি জেলা বিজেপি র সভাপতির। সব মিলিয়ে করোনা আবহের মধ্যে সিপিএম বিজেপির ভাঙন যে যথেষ্ট রাজনৈতিক প্রভাব ফেলতে পারে জেলায় এমনটাই মত জেলার রাজনৈতিক মহলের।
করোনা আবহের মধ্যেও সিপিএম বিজেপির দুই শিবিরে ভাঙন
বৃহস্পতিবার,১০/০৯/২০২০
756