আদিবাসী কুড়মি সমাজ কালা দিবস পালন করলো জঙ্গলমহলের লালগড়ে


রবিবার,০৬/০৯/২০২০
872

ঝাড়গ্রাম:- ১৯৫০ সালের ৬ই সেপ্টেম্বর কুড়মি তথা মাহাতো সম্প্রদায়কে তপশিলি উপজাতি থেকে অন্যান্য অনগ্রসর শ্রেণীতে পরিণত করেছিল তৎকালীন জওহরলাল নেহেরুর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। যার ফলে কুড়মি সম্প্রদায়ের মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে দীর্ঘ দিন বঞ্চিত। এমনটাই অভিযোগ কুড়মি সমাজের। বহুবার আন্দোলনে নামা সত্বেও এই বিষয়ে কোনও উদ্যোগ নেয়নি সরকার। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় এই রাজ্যের বাইরেও রয়েছে আদিবাসী কুড়মি সমাজের শাখা। অথচ তাঁদের কথা কেউ কানেই তুলছে না বলে বারবার অভিযোগ করেছেন কুড়মি সমাজের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব। তাই তারা পরবর্তী কালে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একদা মাওবাদী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার লালগড়ে রবিবার সকাল ১১ টায় রঘুনাথ চকে জমায়েত করে কালো পতাকা তুলে বিক্ষোভ দেখান আদিবাসী কুড়মি সমাজের মানুষজন। উপস্থিত ছিলেন আদিবাসী কুড়মি সমাজের রাজ্য কমিটির সদস্য বাদল মাহাতো, বিনপুর ১ ব্লক আদিবাসী কুড়মি সমাজের সভাপতি রঞ্জিত মাহাতো, প্রিয়রঞ্জন মাহাতো সহ অন্যান্যরা। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় কুড়মী সমন্বয় মঞ্চের তরফ থেকে আজকে পালিত হলো কালা দিবস ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট