এবার কাঁটছাট আলোকসজ্জায়


রবিবার,০৬/০৯/২০২০
778

কলকাতা:  দক্ষিণ কলকাতার বিখ্যাত দুর্গাপুজো গুলোর মধ্যে অন্যতম একডালিয়া এভারগ্রিন এর দুর্গোৎসব। রবিবার সকালে একডালিয়া এভারগ্রীনের পুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল। সুব্রত মুখার্জির পুজো হিসাবে খ্যাত এই পুজো। সাবেকিয়ানা বজায় রেখে পুজো অনুষ্ঠিত হয়। আলোকসজ্জায় চমক থাকে প্রতিবছর। করোনা আবহে বাজেট কমেছে। তাই কাঁটছাট এবার আলোকসজ্জায়। পুজো মন্ডপে ঢোকার মুখে থাকবে স্যানিটাইজ ট্যানেল। একসঙ্গে বেশি দর্শনার্থীদের পুজো মন্ডপে ঢুকতে দেওয়া হবে না। জানালেন পুজো উদ্যোক্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট