ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া অঞ্চল কংগ্রেস কমিটির উদ্যোগে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।প্রণব বাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বাঁধগোড়া অঞ্চল কংগ্রেসের কর্মী সামর্থকবৃন্দ। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য প্রসেনজিৎ দে, ঝাড়গ্রাম জেলা কিষাণ কংগ্রেসের সভাপতি সৌরভ ঘোষ, জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জী, জেলা যুব কংগ্রেসের সহ সভাপতি কৃষ্ণেন্দু ঘোষ, জেলা কংগ্রেস নেতা ভবেশ মাহাতো, সমীর মাহাতো, কালিপদ দোলুই সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারনা ঝাড়গ্রামের বাঁধগড়া কংগ্রেস পার্টি অফিসে
শনিবার,০৫/০৯/২০২০
632