অজানা জন্তুর আক্রমণে ঘায়েল একাধিক গ্রামবাসীরা পিটিয়ে মারল অজানা জন্তুটিকে


শনিবার,০৫/০৯/২০২০
562

পশ্চিম মেদিনীপুর:-আজানা জন্তুর আক্রমণে ঘায়েল একাধিক গ্রামবাসী,আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন।অবশেষে শুক্রবার অজানা জন্তুকে ঘিরে প্রাণে মারল গ্রামবাসীরা। শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা থানার ললিতাগঞ্জ গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানাযায় বেশ কয়েকদিন ধরে স্থানীয় জঙ্গল থেকে বেরিয়ে গড়বেতা থানার ললিতাগঞ্জ, বিরসিংহপুর, বহড়াশোল সহ বিস্তীর্ণ এলাকায় আক্রমণ চালাচ্ছিল এই অজানা জন্তু। যারফলে ওই এলাকার বাসিন্দারা জঙ্গলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। শুক্রবার সকালে ওই জন্তুটি একটি গবাদিপশুকে কামড়ে খেতে গেলে এলাকাবাসীরা ঘিরে ওই হিংস্র জন্তুকে প্রানে মেরে ফেলে। এলাকাবাসীর দাবি দ্রুত বনদপ্তর বনে নজরদারি বাড়াক না হলে ঘটতে পারে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা।খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা এসে মৃত অজানা জন্তুকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।

তবে ওই অজানা জন্তু টি দেখতে প্রায় শিয়ালের মত বলে বন দপ্তরের অনুমান। তবে কি ধরনের ওই জন্তু টি তা খতিয়ে দেখার কাজও শুরু করেছে বনদপ্তর। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মনে এখনও আতঙ্ক দূর হয়নি। আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা ।তাদের আশঙ্কা স্থানীয় জঙ্গলের মধ্যে আরও এ ধরনের জন্তু রয়েছে। তাই গ্রামবাসীরা বন দফতর কে ওই এলাকায় নজরদারি করার জন্য অনুরোধ করেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট