করোনা আবহের মধ্যেই রাজ্য বিধানসভার অধিবেশন


বৃহস্পতিবার,০৩/০৯/২০২০
818

কলকাতা : করোনা আবহের মধ্যেই রাজ্য বিধানসভার অধিবেশন বসতে চলেছে। আগামী সপ্তাহের ৯ ও ১০ তারিখ রাজ্য বিধানসভার এই অধিবেশন হবে। তার জন্য সব বিধায়ক, কর্মী ও সাংবাদিকদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে বিধানসভা কর্তৃপক্ষ। জানালেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়।

এই অধিবেশনের জন্য আগামী ৮ ও ৯ তারিখ করোনা টেস্ট করা হবে। ওই দু’দিন সকাল ৯টা থেকে ১২ টা পর্যন্ত এই পরীক্ষা হবে। সব বিধায়ক ও কর্মীদের যেমন করোনা টেস্ট হবে তেমনি সব সাংবাদিকদের হবে অ্যান্টিজেন টেস্ট। এই পরীক্ষার ফল নেগেটিভ এলে তবেই ওই দু’দিন বিধানসভার অধিবেশনে ঢুকতে পারবেন বিধায়কেরা। স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন অধ্যক্ষ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট