পশ্চিম মেদিনীপুর:-পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে চালু হলো দুটি সেভ হোম। বুধবার ওই দুটি সেভ হোমের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কোমল।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিমাই চন্দ্র মন্ডল, উপ স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যাম পদ পাত্র, ঘাটাল মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার মনোজিৎ বিশ্বাস ।ওই দুটি সেভ হোমে ৮০ টি বেড রয়েছে।চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন। বুধবার থেকে রুগী ভর্তি শুরু করা হয়েছে বলে জানালেন সুপার মনোজিৎ বিশ্বাস। তাই ওই দুটি সেভ চালু হওয়ায় ঘাটাল এলাকার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন বলে জেলাশাসক রেশমি কমল বলেন। তিনি ঘাটাল এ দুটি সেভ হোমের উদ্বোধন করে বলেন করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে করোনা আক্রান্ত দের চিকিৎসার জন্য এই দুটি সেভ হোম তৈরি করা হয়েছে।
ঘাটালে ৮০ বেড এর দুটি সেভ হোমের উদ্বোধন করলেন জেলাশাসক রেশমি কোমল
বুধবার,০২/০৯/২০২০
699