ঝাড়গ্রাম জেলার লোধাশুলি তে গোপিবল্লভপুর বিধানসভার কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ


বুধবার,০২/০৯/২০২০
797

ঝাড়গ্রাম:– ঝাড়গ্রাম জেলার লোধাশুলি তে গোপিবল্লভপুর বিধানসভার কার্যালয় উদ্বোধন করলেন রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত চিলে ঝাড়গ্রাম জেলা সভাপতি মাননীয় সুখময় শতপথী মহাশয়, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় কুনার হেমব্রম মহাশয় এবং ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক মাননীয় সুজিত অগস্তী । বুধবার বিকেলে ঝাড়গ্রামের লোধাশুলিতে বিজেপির দলীয় পার্টি অফিস উদ্বোধনে এসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রকাশ্যে বললেন,‘পঞ্চায়েতে ও লোকসভায় জঙ্গলমহলে তৃণমূল শূণ্য হয়েছে। এখানের মানুষ নকশাল, সিপিএম, ঝাড়খণ্ডকে তাড়িয়েছে। মাওবাদী আন্দোলনের নাম করে কিষেণজিকে কাজে লাগিয়ে তৃণমূল এসেছিল। যাঁরা ছত্রধর মাহাতোর মত লোককে কাজে লাগিয়ে মানুকে ভয় দেখিয়ে এখানে জিতে এসেছে আজকে তাদের সত্যি রূপটা মানুষ বুঝতে পেরেছে। তাই লোক যোগ্য জবাব দিয়েছি। তাই আজকে পুরোনো ভোঁতা অস্ত্র জেল থেকে বার করা হচ্ছে আবার লোককে ভয় দেখাবার জন্য। আমরা অনেক নকশাল, খেঁকশিয়াল দেখেছি ওই দেখে আমাদেরকে ভয় দেখানো যাবে না।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট